বলিউড অভিনেতা রণবীর সিং। কয়েক দিন আগে বিবস্ত্র ফটোশুট করে কাঁপিয়ে দিয়েছিলেন ইন্টারনেট। আরোচিত-সমালোচিত হয়েছিলেন বেশ। বিবস্ত্র ছবির রেশ কাটতে না তাটতেই আবারও বিবস্ত্র হওয়ার প্রস্তাব পেলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার রণবীর সিংকে বিবস্ত্র হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল (পেটা)। সবাইকে নিরামিষভোজী হওয়ার আহ্বান জানাতেই এ পরিকল্পনা করেছে পশুপ্রেমীদের এ সংস্থা।
চিঠিতে লেখা হয়েছে, পেপার ম্যাগাজিনের আপনার মাথা ঘুরিয়ে দেয়া ফটোশুট দেখেছি। আশা করি আমাদের জন্যও আপনি বিবস্ত্র হবেন। পশুদের জন্য মানুষের মনে সহানুভূতি গড়ে তুলতে আশা করছি আপনিও শামিল হবেন।
এর আগে পামেলা অ্যান্ডারসনের করা একই ধরনের ফটোশুটের একটা ছবি রেফারেন্স হিসিবে রনবীর সিংকে পাঠিয়েছেন সংস্থাটি।
এর আগে ‘পেপার ম্যাগাজিন’-এর সম্পূর্ণ নগ্নভাবে ফটোশুটে অংশ নেন রণবীর সিং। ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। রণবীরকে নিয়ে নানা বিদ্রূপ হয়। এ ফটোশুটের কারণে অভিনেতার বিরুদ্ধে মামলাও হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস