মিশরীয় শহর হুরগাদায় নানান ঐতিহাসিক জিনিসে ভরপুর একটি জাদুঘর রয়েছে যেখানে ইতিহাসের বিভিন্ন যুগের নানা সামগ্রী প্রদর্শিত হয়। এবার সেখানে যুক্ত হলো উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের একটি কুরআন শরীফ।
ইয়ুম সেভেন ডট কম-এর বরাতে ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি জানায়, অটোমান যুগের কুরআনটি দর্শনার্থীদের সামনে তাহজিব বা আলোকসজ্জায় সজ্জিত করে প্রদর্শন করা হচ্ছে।
খবরে বলা হয়, পবিত্র কুরআনের ওই অনুলিপিটি হিজরি ১২৫৯ বা ইংরেজি ১৮৪৩ সালের। এবারই প্রথমবার বহু পুরোনো এই কুরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।
পবিত্র এই কুরআনটি লিখেছেন সাইয়েদ আলী নুরী নামে এক কাতিব বা ক্যালিগ্রাফার। সূরা আল-ফাতিহা সম্বলিত বইটির প্রথম পৃষ্ঠায় বিভিন্ন তাজহিব অলংকরণ করা হয়েছে।
মিশরের আলাউইদ রাজবংশের ঐতিহাসিক ডেটা-এক্স-আইটেমগুলির পাশে একটি কাঁচের বাক্সে মনোমুগ্ধকর এই কুরআনটি প্রদর্শিত হচ্ছে।

কাচঘেরা বাক্সে রাখা পবিত্র কুরআনের সেই অনুলিপি
প্রসঙ্গত, মিশরের লোহিত সাগরের উপকূলে প্রায় ৪০ কিলোমিটার বিস্তৃত একটি সমুদ্র সৈকত ঘেরা রিসোর্ট শহর হলো হুরগাদা।