২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭শ’ ৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে নগরভবনে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র জানান, ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৮শ’ ঊনআশি কোটি ৬৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ অর্থবছরে যা ১ হাজার ২শ’ ৬৬ কোটি ৫০ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মেয়র তাপস বলেন, নির্বাচনের সময় দেয়া কর না বাড়ানোর প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। বরং আয়ের খাত বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হয়েছে। জলাবদ্ধতা, যানজট, মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার মতো নানা ক্ষেত্রে অর্জন ও পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
মেয়র আরও বলেন, তার মেয়াদে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা অনেক বেড়েছে। ফলে কারো মুখাপেক্ষী না হয়েও, অনেক প্রকল্প নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন সম্ভব হচ্ছে।
বাজেট ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনু, অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম।