কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রকাশিত একটি নিবন্ধ অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক বন্দুক সহিংসতার জন্য পুঁজিবাদ দায়ী।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণভাবে মানুষের ওপর মুনাফা আদায়ে ব্যস্ত। উদাহরণ হিসেবে প্রতিবেদনে ‘পরিবেশের করপোরেট ধ্বংস’, ‘দরিদ্র সংখ্যালঘুদের কারাবাস’ এবং ‘নিশ্চিতভাবে অসুস্থ একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার’ কথা বলা হয়।
এতে আরো বলা হয়েছে, ‘বিদেশে মার্কিন আচরণ বলার অপেক্ষা রাখে না যে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ বা অন্যান্য সামরিক হত্যায়’ যেখানেই মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়, সেখানেই অনেক সমস্যা তৈরি হয়।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুঁজিবাদকে আমেরিকার অন্তর্নিহিত রোগ হিসেবে দেখতে ব্যর্থ হওয়ার অর্থ হলো, দেশটির ক্রমবর্ধমান সহিংস ঘটনাগুলোকে ‘বিচ্ছিন্ন সমস্যা’ হিসেবে দেখা।
সূত্র : সিনহুয়া/ইউএনবি