spot_img

‘তারেক রহমান এখনও ভোটার হননি তবে আবেদন সাপেক্ষে দিতে পারবেন ভোট’

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তবে আবেদন সাপেক্ষে এবং কমিশন চাইলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি প্রার্থীও হতে পারবেন।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় কমিশন।

তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আমার জানা মতে তিনি এখনও ভোটার নন। এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। উত্তরে তিনি বলেন– পারবেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনিভাবে ইসির এই এখতিয়ার আছে বলেও উল্লেখ করেন ইসি সচিব।

আখতার আহমেদ জানান, নতুন এনআইডি কার্যক্রম চালু আছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তারাই ভোটার তালিকায় থাকবেন।

তিনি আরও জানান, প্রবাসীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর। বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি বলেও জানান ইসি সচিব।

সর্বশেষ সংবাদ

ইমরান খানকে নিয়ে পাকিস্তানে নতুন নাটকীয়তা!

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ছে, যা দেশটির কর্তৃপক্ষ অস্বীকার করলেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ