spot_img

আবারও আফগানিস্তানে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

অবশ্যই পরুন

পাকিস্তানে একের পর সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে দেখা দিয়েছে চরম উত্তেজনা।

খাজা আসিফের অভিযোগ, তালেবান সরকারের মদদেই পাকিস্তানে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ভারতকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, তার দেশে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেয়া হবে।

এর আগে, গতকাল ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এছাড়া দেশটির সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজেও হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করেছে পাকিস্তান সরকার।

সর্বশেষ সংবাদ

বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল

প্রিয় দুই তারকা কাজল ও টুইঙ্কল খন্নার জনপ্রিয় শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এর ফিনালে ইপিসোডে অতিথি...

এই বিভাগের অন্যান্য সংবাদ