spot_img

বিবিসির বিরুদ্ধে মামলা করার অধিকার আমার আছে: ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বক্তৃতার একটি অংশ যেভাবে বিবিসির ‘প্যানোরামা প্রামাণ্যচিত্রে’ সম্পাদনা করা হয়েছে, সেই কারণে বিবিসির বিরুদ্ধে মামলা করার অধিকার তার রয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর -বিবিসি

ট্রাম্প বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারির তার বক্তৃতাটি ‘নিষ্ঠুরভাবে বিকৃত’ করা হয়েছে। যেভাবে তা উপস্থাপন করা হয়েছে, তাতে দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

প্রথমবারের মতো ট্রাম্প প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করলেন। এর আগে তার আইনজীবীরা বিবিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন—যদি সংস্থাটি ওই অংশ প্রত্যাহার না করে, আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয়, তবে ট্রাম্প এক বিলিয়ন ডলার (৭৫৯ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন।

বিবিসির চেয়ারম্যান সামির শাহ আগেই সম্পাদনা সংক্রান্ত এই ঘটনাকে ‘বিচারবোধের ত্রুটি’ বলে ক্ষমা চেয়েছিলেন। ফক্স নিউজের দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি সত্যিই বিবিসির বিরুদ্ধে মামলা করবেন। জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমাকে করতেই হবে, জানেন তো, কেন করব? কারণ, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে—আর তারা সেটা স্বীকারও করেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘তারা আসলে আমার ৬ জানুয়ারির বক্তৃতাটি পরিবর্তন করেছে—যেটি ছিল একটি সুন্দর, শান্তিপূর্ণ বক্তৃতা। কিন্তু তারা সেটিকে এমনভাবে সম্পাদনা করেছে যেন সেটা ছিল উগ্র বক্তব্য। তারা সত্যিই সেটি বদলে দিয়েছে, যা একেবারেই অবিশ্বাস্য।’

ফক্স নিউজের এই সাক্ষাৎকারটি সোমবার (১০ নভেম্বর) রেকর্ড করা হয়েছিল, তবে বিবিসি সম্পর্কিত অংশটি যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত পর্যন্ত প্রকাশ করা হয়নি।

এর আগে রোববার ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠি হাতে পেয়েছে বিবিসি। সেই চিঠিতে ‘প্যানোরামা প্রামাণ্যচিত্রটি’ সম্পূর্ণ ও ন্যায়সঙ্গতভাবে প্রত্যাহার, আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং ট্রাম্পকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, তারা যথাসময়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।

সর্বশেষ সংবাদ

বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল

প্রিয় দুই তারকা কাজল ও টুইঙ্কল খন্নার জনপ্রিয় শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এর ফিনালে ইপিসোডে অতিথি...

এই বিভাগের অন্যান্য সংবাদ