২০২১ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ক্ষমতাধর রাষ্ট্র চীন। এরপর রয়েছে যথাক্রমে রাশিয়া, ভারত ও ফ্রান্সের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের করা ১৯০টি দেশের এ তালিকা প্রকাশ করে এ বছরের শুরুতে।
বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া প্রতিনিয়তই তার সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। এবার দেখা মিলল রাশিয়ার দৈত্যকার একটি সামরিক ডানাওয়ালা জাহাজের। দেখতে অর্ধেক জাহাজ আর অর্ধেক বিমানের মতো। দৈত্যকার এ যানটির নাম ডানাওয়ালা জাহাজ। ১৯৬০ সালে এ যানটির নকশা করেন রাশিয়ার প্রকৌশলীরা।
জাহাজটির টেস্ট ফ্লাইটে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন আলিগাদজি আবদুলগালিমভ।
প্রতিপক্ষের জাহাজকে টক্কর দিতে এটি তৈরি করা হয়েছিল। খুব নিচ দিয়ে উড়তে পারে বলে এটি রাডারে ধরা পড়ে না। তবে জাহাজটি কখনো এমন অপারেশনে যায়নি।
জাহাজটির অবতরণের জন্য বড় রানওয়ের দরকার নেই। জাহাজটিকে এখন রাশিয়ার কাস্পিয়ান সাগর অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের বিনোদনের জন্য রাখা হয়েছে।