spot_img

নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করা হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

নবায়নযোগ্য জ্বালনি থেকে বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, জমির স্বল্পতার জন্য সৌর বিদ্যুৎ ব্যাপক হারে উৎপাদন করা যাচ্ছে না। এমন প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন, যাতে সৌরবিদ্যুৎ উৎপাদনে কম জমি লাগে।

বৃহস্পতিবার (২০ মে) অনলাইনে ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) ও জাপানের মারুবেনি করপোরেশনের যৌথ উদ্যোগে ফেনীর সোনাগাজীতে এই প্রকল্প বাস্তবায়িত হবে। সমঝোতা চুক্তিতে ইজিসিবির পক্ষে কোম্পানির সচিব কাজী নজরুল ইসলাম এবং মারুবেনির পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিরুকি গুটু স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি মিশ্রণে আরও ভিন্নতা আনা প্রয়োজন। জ্বালানি হিসেবে হাইড্রোজেন নিয়ে উন্নত বিশ্ব কাজ করছে। বায়ু থেকে বিদ্যুৎ, সোলার রুফটপ, ওশান এনার্জি নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে। এসব কাজে গবেষণার জন্য প্রয়োজনে অর্থায়নও করা যাবে।

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, ইজিসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ ফয়জুল আমিন, ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার সাহা ও মারুবেনির এশিয়া পাওয়ার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাওয়াদা মিৎসুরু।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ