ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে বেগুনবোঝাই একটি পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
রোববার (১৬ মে) রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমান উল্লাহ (৩৬), তার বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭)। তারা শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা। এতে গুরুতর আহত হন পিকআপ ভ্যানচালক আকরাম হোসেন (৫০)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে একটি বেগুনবোঝাই পিকআপ ভ্যান ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন পিকআপ ভ্যানচালক আকরাম হোসেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের চাচা মোশাররফ হোসেন জানান, তার ভাতিজা আমান উল্লাহ বিভিন্ন কাঁচামাল কিনে ঢাকায় নিয়ে বিক্রি করত। নাজমা ঢাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।