spot_img

করোনায় একদিনে প্রায় ৪ হাজার মানুষের প্রাণহানি ভারতে

অবশ্যই পরুন

ভারতে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো আড়াই লাখ। গতকাল সোমবার (১০ মে) মারা গেছে ৩ হাজার ৮৭৯ জন।

একদিনে দেশটিতে ৩ লাখ ৩০ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হলো করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় অশোক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের শেষ নাগাদ দৈনিক সংক্রমণ ৮ লাখ ছাড়িয়ে যেতে পারে।

করোনার বিস্তার রোধে কঠোরভাবে করোনার স্বাস্থবিধি মানার পাশাপাশি লকডাউনের পরামর্শ দিয়েছেন গবেষকরা। একইসাথে সব বয়সী ভারতীয়কে টিকাদান কর্মসূচির আওতায় আনারও আহ্বান তাদের।

মহারাষ্ট্রে মার্চের পর প্রথমবার দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে শনাক্ত হলো। অন্যদিকে দিল্লিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ ও মৃত্যুর হার।

এখনও পর্যন্ত ভারতে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা মোট ২ কোটি ৩০ লাখের মতো।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ