spot_img

চীনের টিকা অনুমোদনের ব্যাপারে এ সপ্তাহেই ডব্লিউএইচওর সিদ্ধান্ত

অবশ্যই পরুন

করোনাভাইরাস প্রতিরোধে চীনের দুটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কি না, এ বিষয় চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ম্যারিয়াংগেলা সিমাও বলেন, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার ওপর ডব্লিউএইচও’র কারিগরি পরামর্শকরা কাজ করছেন। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসার আগে কিছু চূড়ান্ত কার্যক্রম বাকি আছে। -ডেইলি সাবাহ, দ্য হিন্দু

তিনি বলেন, প্রথমে সিনোফার্ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, পরে আসবে সিনোভ্যাক। কিছু দেশ তাদের টিকা কার্যক্রম শুরু করতে এই সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিনোভ্যাক সোমবার বলেছে, তাদের করোনাভ্যাক টিকা নিরাপদ এবং তিন থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে এটা কার্যকর। শিশু ও কিশোরদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম এই টিকা। এখন পর্যন্ত চীন ও তুরস্কসহ ১৮টি দেশে সিনোভ্যাকের সাত কোটি ডোজ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ