spot_img

অবশেষে জাপানে শুরু হলো করোনার টিকা কর্মসূচি

অবশ্যই পরুন

অবশেষে করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে জাপান। সোমবার প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সরকারি উদ্যোগে টিকাদানের ব্যবস্থা করা হয়।

প্রথম ধাপে টিকা পাচ্ছেন কেবল ৬৫ বছরের বেশি বয়সীরা। জুনের মধ্যে সাড়ে তিন কোটি বয়স্ক নাগরিককে টিকা দেয়ার লক্ষ্য টোকিও’র।

শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সবার শেষে গণ-টিকাদান শুরু করলো জাপান। পশ্চিমা অনেক দেশে প্রায় চার মাস আগে থেকেই চলছে করোনার টিকাদান কর্মসূচি। যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ এবং যুক্তরাজ্যের অর্ধেক নাগরিক এরইমধ্যে টিকা পেয়েছেন।

টিকা শুরুর এ বিলম্ব নিয়ে সমালোচনা আছে জাপান সরকারের। দেশটি এখন পর্যন্ত কেবল ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। আজ থেকে সাধারণ মানুষের টিকাদান শুরু হলেও ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রয়োগ শুরু করে জাপান। এ পর্যন্ত ১১ লাখ স্বাস্থ্যকর্মী পেয়েছেন করোনার টিকা।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ