আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তৃতীয় প্রস্তুতি ম্যাচে বল হাতে আলো ছড়ালেন সাকিব আল হাসান। মাত্র ৮ রান খরচায় ২ উইকেট নিলেন বাংলাদেশি অলরাউন্ডার।
নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে খেলা এই প্রস্তুতি ম্যাচে জিতেছে সাকিবের দলই।
সাকিব ছিলেন নিতিশ রানার নেতৃত্বাধীন টিম গোল্ডে।
যাদের কাছে কার্যত উড়ে গেছে বেন কাটিংয়ের নেতৃত্বাধীন টিম পার্পল।
প্রথমে ব্যাট করতে নামা টিম পার্পল শুরুর ১০ ওভারে ৫ উইকেটে ৭৫ রান তোলে। শেষমেশ তারা ১১২ রানে অল-আউট হয়ে যায়। সাকিব মাত্র ৮ রানে ২ উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে টিম গোল্ড প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তোলে ফেলে। সুতরাং জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ছিল ৩৫ রান। হাতে ছিল ৮ উইকেট।
তবে কোচ ব্রেন্ডন ম্যাকালাম টিম গোল্ডের টার্গেট বদলে দেন। বাকি ৮ উইকেটে শেষ ১০ ওভারে ৩৫-এর বদলে ১০২ রান টার্গেট দেওয়া হয় নিতিশ রানাদের সামনে।
অর্থাৎ ২০ ওভারে মোট ১৮০ রানের লক্ষ্য নির্ধারন করে দেওয়া হয়। টিম গোল্ড যা ১৯.৪ ওভারে ছুঁয়ে ফেলে।
প্রথম প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল বেন কাটিংয়ের টিম পার্পল। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নেয় শুভমন গিলের নেতৃত্বাধীন টিম গোল্ড। তৃতীয় ম্যাচেও জিতল দলটি।
আইপিএলে কলকাতার প্রথম ম্যাচ ১১ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।