করোনার সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া নির্দেশনা মেনে কওমী মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত নির্দেশনায় এ কথা জানানো হয়। এতিমখানা ছাড়া সব মাদ্রাসায় এই নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়। নির্দেশ মানতে গাফিলতি করা যাবে না বলেও জানানো হয়।
এর আগে, ২৯শে মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করা হয়। করোনার মধ্যে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদ্রাসায় পাঠদান চলছিল।
গত বছরের ৮ই মার্চ দেশে করোনা শনাক্তের পর ১৮ই মার্চ থেকে কওমি মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে কওমি মাদ্রাসা খুলে দেয়া হয়। এদিকে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আগামী ২২শে মে’র পর খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।