spot_img

ফিলিস্তিন-ইসরায়েলকে আলোচনার টেবিলে বসাচ্ছে চীন

অবশ্যই পরুন

কয়েক দশকের পুরোনো সংঘাতের অবসানে আলোচনার জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনকে বেইজিংয়ে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে চীন। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বরাত দিয়ে দুবাইভিত্তিক সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহে চারদিনের মধ্যপ্রাচ্য সফরে বের হবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার এই সফরের আগে ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে চীনের পরিকল্পনার তথ্য জানালেন তিনি। সোমবার ইয়েমেন যুদ্ধের অবসানে সৌদি আরব যে শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছে; তাতেও সমর্থন দিয়েছেন চীনের এই পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েল-ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের বিকল্প মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব অতীতে বেশ কয়েকবার দিয়েছে চীন। যদিও চীনের সেই প্রস্তাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো অতীতে তেমন সাড়া দেয়নি।

ওয়াং ই বলেছেন, ‌‘আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি সরকারি নেতাদের আলোচনার জন্য চীনে আমন্ত্রণ জানাবো।’

তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি। ফিলিস্তিন-ইসরায়েলকে আলোচনার টেবিলে বসানোর এই পরিকল্পনায় তিনি চীন সরকারের প্রতিনিধি কি না সেবিষয়ে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

ইয়েমেনের প্রায় অর্ধ-যুগের যুদ্ধের ব্যাপারে চীনা এই মন্ত্রী বলেন, আমরা যত দ্রুত সম্ভব ইয়েমেনের স্থিতিশীলতার জন্য সৌদি আরবের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানাই।

ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের যুদ্ধের অবসানে সোমবার শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইয়েমেনজুড়ে যুদ্ধবিরতির পাশাপাশি আকাশ ও স্থলপথ পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব করেছে রিয়াদ।

বার্তাসংস্থা রয়টার্সকে হুথির প্রধান মধ্যস্থতাকারী বলেছেন, আকাশ এবং সমুদ্রপথের অবরোধ পুরোপুরি প্রত্যাহারের যে দাবি ছিল সৌদি আরবের প্রস্তাব সেগুলোর আংশিক পূরণ করছে। কিন্তু সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে এই শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রাখবে হুথি।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ