spot_img

তাপমাত্রা বৃদ্ধির আভাস

অবশ্যই পরুন

দিনের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ব্যারোমিটারের এই পারদ আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
বুধবার (১৭ মার্চ) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে যা বেশি। তবে ঢাকায় মঙ্গলবারের চেয়ে বুধবার তাপমাত্রা কিছুটা কম ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাবাসে বলা হয়েছে, কাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ