spot_img

অ্যাস্ট্রাজেনেকা টিকার সঙ্গে রক্ত জমাটের স্পষ্ট প্রমাণ নেই: ইএমএ

অবশ্যই পরুন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহণ করলে রক্ত জমাট বাঁধতে পারে— এই অভিযোগের স্বপক্ষে এখনও সুস্পষ্ট কোনো প্রমাণ পায়নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি(ইএমএ)। ইএমএ প্রধান ইমার কুক এক সাক্ষাৎকারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন।

বিবিসিকে ইমার কুক বলেন, ‘সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অভিযোগ করেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কয়েকজন টিকা গ্রহীতার দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার উপসর্গ দেখা দিয়েছে। এই অভিযোগটি আমরা তদন্ত করছি।’

‘তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই টিকায় ঝুঁকির চাইতে উপকার অনেক বেশি। এখন পর্যন্ত আমরা কোনো সুস্পষ্ট প্রমাণ পাইনি যে, (টিকা গ্রহণের পর) যাদের রক্ত জমাট বাঁধার অভিজ্ঞতা হয়েছে, সেজন্য অ্যাস্ট্রাজেনেকার টিকাই দায়ী।’

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর যে ‍অল্প কয়েকজনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে তাদের ঠিক কী কারণে এ সমস্যা হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার টিকার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে এক বৈঠকে বসেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই বৈঠকের পর অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত না করতে ইউরোপের দেশগুলোকে অনুরোধ জানানো হয়েছে ডব্লিউএইচওর পক্ষ থেকে।

ইইউভুক্ত দেশ এবং যুক্তরাজ্যের এক কোটি ৭০ লাখ মানুষকে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, এর মধ্যে ৪০টির কম ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।

অপ্রমাণিত এই দাবির সঙ্গে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেনসহ ইউরোপের ১১টি দেশে এই টিকাটি প্রদান স্থগিত করার যোগসূত্র থাকতে পারে। প্রতিদিন এই টিকার ওপর স্থাগিতাদেশ দেওয়া দেশের সংখ্যা বাড়ছেই।

অস্ট্রিয়াসহ কয়েকটি দেশে সতর্কতা হিসেবে নির্দিষ্ট ব্যাচে আসা টিকা দেওয়া বন্ধ রেখেছে। কিন্তু বেলজিয়াম, পোল্যান্ড, চেক রিপাবলিক ও ইউক্রেন জানিয়েছে, তারা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া অব্যাহত রাখবে।

এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাকে টিকা দেওয়ার মাধ্যমে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যদের শুক্রবারে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা, কিন্তু ইউরোপের কয়েকটি দেশে এই টিকা দেওয়া স্থগিত করার পর থাই কর্তৃপক্ষও তাদের কর্মসূচি থামিয়ে দিয়েছে।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা অবশ্য ইতোমধ্যে জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্পর্ক পায়নি তারা। আগামী বৃহস্পতিবার তদন্তের ফলাফল প্রকাশ করবে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ