নিউজিল্যান্ডে পা রেখে ১৪ দিন আইসোলেশনে কাটিয়েছে ক্রিকেট দল। যার মধ্যে প্রথম এক সপ্তাহ তামিম,মুশফিক,মাহমুদউল্লাহরা ছিলেন হোটেলে বন্দি।
পরে জিম রুম ব্যবহার,ছোট-ছোট গ্রুপে অনুশীলন করতে পেরেছে ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে ১৪ দিন কোয়ারেন্টিন কাটিয়ে,৪ বার কোভিড-১৯ পরীক্ষা দিয়ে কুইন্সটাউনে এসে মুক্ত পাখির মতো ডানা মেলতে পেরেছে ক্রিকেট দল।
আগামী ১৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ খেলতে বুধবার কুইন্সটাউন থেকে ডানেডিনে যাবে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার বাংলাদেশ দল খেলেছে নিজেদের মধ্যে ভাগাভাগি করে অনুশীলন ম্যাচ।
সকালে বলে মুভমেন্ট পাওয়ায় রুবেল ভয়ংকর রূপ ধারণ করেছে (৪/৪২)। তামিম একাদশকে আটকে ফেলেছে শান্ত একাদশ ২৩৩/৫-এ। সকালের আবহাওয়া আর রুবেলের বোলিংয়ে তার জন্য কৃতিত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ-‘প্রথম সকালে আবহাওয়া বোলারদের সাপোর্ট করেছে। আকাশটা একটু মেঘলা ছিল। হয়তবা সেকারণে বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে। বিশেষ করে আমাদের টিমের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। রুবেল ভাই চার উইকেট পেয়েছে, খুব ভালো লাইন এবং লেংথে বল করেছে। এবং সাইফুদ্দিন এবং শরিফুল আর আমাদের যে পেস বোলার আছে সবাই খুব ভালো জায়গায় বল করেছে।’
ক’দিন অনুশীলনের পর সেন্টার উইকেটে ম্যাচ খেলতে পেরে আত্মবিশ্বাস পেয়েছে ক্রিকেটাররা। এমনটাই মনে করছেন মিরাজ- ‘আমরা এখানে গত কিছু দিন প্র্যাকটিস করেছি। প্রায় ৭-৮ দিনের মত হবে। আজকে একটা ম্যাচ খেললাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবারই এবং দেখলাম সবাই খুব ভালো এনার্জেটিকভাবে ম্যাচটা খেলছে। বিশেষ করে বোলাররা, খুব ভালো জায়গায় বল করছে। ব্যাটসম্যানরা খুব কনফিডেন্স নিয়ে ব্যাটিং করছে। আমি মনে করি এই প্র্যাকটিস ম্যাচটা আমাদের খুব কনফিডেন্স দিবে।’