spot_img

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কাজী হায়াৎ

অবশ্যই পরুন

দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে গতকাল তাকে রাজধানীর একটি হাতপাতালে ভর্তি করানো হয় বলে জানান চলচ্চিত্র প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ।

গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ। তিনিসহ তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত হন। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি। তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।

কাজী হায়াৎ গত কয়েকদিন ধরে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন।

কাজী হায়াৎ পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ‘বীর’ তার পরিচালিত ৫০তম সিনেমা। এটি গত বছর মুক্তি পেয়েছিলো।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ