সাত দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পের ওলসন ফ্রিধ। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। শনিবার (১৩ মার্চ) ঢাকার সুইডেন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত তার এই সফরের বিভিন্ন দিক তুলে ধরে হয়। এতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম বিদেশ সফরে এসছেন।
সফরে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি দেশটির অনুদানে পরিচালিত বিভিন্ন মানবাধিকার কর্মসূচি ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে মন্ত্রী ফ্রিধ বলেন, ‘সুইডেনের হয়ে প্রথম দেশের বাইরে ঢাকা সফরে এসে রোমাঞ্চিত অনুভব করছি। বাংলাদেশের ঐতিহাসিক সময়ে আমি এখানে এসেছি। আগামী বছর আমাদের দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও সুবর্ণজয়ন্তী।’
সামনের দিনগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সুইডিশ মন্ত্রী। তিনি আরও জানান, ‘সুইডেন আগামী পাঁচ বছর বাংলাদেশের সঙ্গে উন্নয়নমূলক কাজে অংশীদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’