ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের দেশটিতে কমিউনিস্ট বিদ্রোহীদের ‘নিধন’ করার নির্দেশের দুই দিনের মধ্যে অন্তত নয় অ্যাকটিভিস্ট নিহত হয়েছেন। রোববার দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র এই তথ্য জানায়।
পুলিশ জানায়, রাজধানী ম্যানিলা অঞ্চলে এক অভিযানে তারা নিহত হয়। এসময় আরো ছয়জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের সময় কয়েক জন পুলিশের সাথে ধস্তাধস্তি করলে নয় জনের মৃত্যু হয়।
অধিকার সংস্থা কারাপাতান অ্যান্ড দ্যা কাবাতান পার্টি সরকারি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, নিহত অ্যাকটিভিস্টদের হত্যা করা হয়েছে।
এর আগে শুক্রবার ফিলিপিনি প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে সরকারি এক বৈঠকে দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীকে সব কমিউনিস্ট বিদ্রোহীদের ‘নিধন’ করার নির্দেশ দেন। দুতার্তের নতুন এই নির্দেশে সাড়ে চার বছর আগের কথিত মাদক বিরোধী অভিযানের মতোই ফিলিপাইনে রক্তপাতের ঘটনা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : আলজাজিরা