spot_img

নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় নিহত ২

অবশ্যই পরুন

কক্সবাজার পর্যটকদের প্রবেশদ্বারখ্যাত শহরের কলাতলীর হাঙ্গর মোড়ে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হচ্ছেন, কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম (৭০) ও ঢাকা উত্তরার শাহাদাত হোসেন।
পরে ট্রাকের নিচ থেকে অন্তত ১০-১২ জনকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৫-৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও রাজধানীর উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। ময়নাতদন্তের জন্য তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সময় ট্রাকের চাপায় দু’টি সিএনজি, দু’টি ভাসমান দোকান, একটি ইজিবাইক ধুমড়ে মুচড়ে যায়।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের বরাত দিয়ে

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই ট্রাকটি (চট্ট মেট্টো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ পথচারী।

এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার তৎপরতা কাজে সহায়তা করেন মেয়র মুজিবুর রহমান, এমপি আশেক উল্লাহ রফিক ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতানসহ স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯%

অন্তর্বতী সরকারের মেয়াদ ও নির্বাচনের  রোডম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ