spot_img

দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা তাসনুভা

অবশ্যই পরুন

দেশে প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার নারী টিভিতে সংবাদ পাঠ করতে যাচ্ছেন। স্বাধীনতার মাস মার্চ ও সুবর্ণ জয়ন্তীর বছরে বৈশাখী টেলিভিশনের তেমন একটি ব্যতিক্রমী উদ্যোগ বিস্ময় তৈরি করেছে। আর এই ট্রান্সজেন্ডার নারীর নাম তাসনুভা আনান।

বৈশাখী টেলিভিশন এর জনসংযোগ কর্মকর্তা দুলাল খান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও নারী দিবস উদ্‌যাপনের প্রাক্কালে আমাদের চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত  করেছি। দেশের মানুষ এই প্রথম কোনো পেশাদার সংবাদ বুলেটিনে খবর পাঠ করতে দেখবেন একজন ট্রান্সজেন্ডার নারীকে, যা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনো ঘটেনি। এই ট্রান্সজেন্ডার নারীর নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ই মার্চ’২১ সোমবার আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন। এরমধ্য দিয়ে দেশে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনে বৈশাখী টেলিভিশনের ঐতিহাসিক উদ্যোগের সহযাত্রী হবেন তিনি।

তিনি আরও বলেন, একইভাবে আমরা আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন ট্রান্সজেন্ডার নারীকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে একইদিন আন্তর্জাতিক নারী দিবসে, ধারাবাহিক নাটক “চাপাবাজ”-এর একটি পর্বে। যা প্রচারিত হবে ৮ই মার্চ রাত ৯টা ২০ মিনিটে।

তাসনুভা আনান বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। আমার এই উদাহরণ থেকে আমাদের যে অন্যান্য বোনেরা আছে তারাও উৎসাহিত হবে। মানুষের যে বদ্ধমূল ধারণা আছে রূপান্তরকামী নারীদের নিয়ে তাদের সেই বদ্ধমূল ধারণারও পরিবর্তন হবে। এসব ভেবেই আমার ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি কাজ করে যেতে পারি। আমার দেখাদেখি অন্যরা যারা রাস্তায় থাকে তারাও যেন কিছু একটা করার জন্য উৎসাহিত হয়। আমার আশা এতটুকুই।’

আগামী ৮ মার্চ থেকে তাসনুভা আনান নিয়মিত সংবাদ পাঠ করবেন বলে জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের জনসংযোগ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ