মালয়েশিয়ার একটি আদালত দেশটিতে আটক ১২শ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে। মানবাধিকার গোষ্ঠীর একজন আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে আদালত বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এই স্থগিতাদেশ দেন।
প্রসঙ্গটি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আইনজীবী নিউ সিন ইউ বলেছিলেন, রিটের প্রেক্ষিতে আদালত মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার সকালে প্রত্যর্পণ স্থগিতে মানবাধিকার গোষ্ঠীর আবেদন বিচার বিভাগীয় পর্যালোচনা হবে।
মালয়েশিয়ায় আটককৃত মিয়ানমারের ১২শ নাগরিকদের মধ্যে আশ্রয়প্রার্থী এবং শিশুও রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর পাঠানো নৌবাহিনীর জাহাজে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে ফেরত পাঠানোর কথা ছিল।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে। দেশটির সাধারণ নাগরিকরা স্বৈরশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।