সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে হুইল চেয়ারে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কেন্দ্রে থেকে সপরিবারে টিকা নিয়েছে তিনি।
টিকা নেওয়ার মুহিত বলেন, কিছু তো টেরই পাইলাম না। নো ফিলিং অ্যাট অল। আগে যেসব ইনজেকশন নিতাম, সেগুলোতে যেমন যাতনা হতো, তাও হয়নি।
এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।
সাবেক এ অর্থমন্ত্রী বলেন, আপনারা সবাই ভ্যাকসিন নেন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। ৮৭ বছর বয়স… আমার শেষই হয়ে গেছে জীবন। আমি (টিকা) নিচ্ছি।
এদিন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই একেএ মুবিন, এএসএ মুইজ, বোন শাহলা খাতুন, শিপা হাফিজা, নাজিয়া খাতুন, রিও আজিজা, মুবিনের স্ত্রী লুলু মুবিন এবং মুহিতের পুত্রবধূ মানতাশা আহমেদও টিকা নিয়েছেন।
মুহিত বলেন, করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত মার্চ মাস থেকে বাসায় ছিলেন তিনি। মঙ্গলবার টিকা নেওয়ার জন্য বাসার বাইরে এসেছেন।