spot_img

আজ দেশব্যাপী করোনার টিকাদান শুরু

অবশ্যই পরুন

আজ রোববার শুরু হচ্ছে দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। এতে স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০০টি টিম কাজ করবে।

ঢাকার ৫০টি হাসপাতালে কাজ করবে ২০৪টি টিম। বাকি ২ হাজার ১৯৬টি টিম নিয়োজিত থাকবে দেশের অন্যান্য জেলার টিকাদান কেন্দ্রগুলোতে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, টিকা (ভ্যাকসিন) নেওয়ার জন্য শনিবার দুপুর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৩ লাখ ২৮ হাজার ১৩ জন। টিকা গ্রহণের তারিখ ও স্থান আজ রাতের মধ্যে টেক্সট মেসেজের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হবে। যদি কেউ নির্ধারিত সময়ে টিকা নিতে না পারেন, তাহলে পরে অন্য কোনোদিন নিতে পারবেন।

শনিবার সকাল ১০টায় রাজধানীর মহাখালির শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে টিকা নেওয়ার মাধ্যমে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অভিষেক ঘটাবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে, একইদিন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রীর টিকা নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ