spot_img

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চায় : দিলীপ ঘোষ

অবশ্যই পরুন

বিতর্কিত, ইসলাম ও বাংলাদেশ বিরোধী কথা বলতে কুখ্যাত পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ইসলামি রাষ্ট্র বলে আরেক বিতর্কের জন্ম দিলেন। তৃণমূলের গ্রেটার বাংলাদেশ গঠনের লক্ষ্য রয়েছে বলে আক্রমণের যুক্তি হিসেবে তার পোস্টে তিনটি ঘটনার উল্লেখ করেছেন দিলীপ। -আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, আউটলুক

ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা ব্যানার্জির মুখে ‘বাংলাদেশি স্লোগান’ ছাড়াও দিলীপের অভিযোগ, অতীতে তৃণমূলের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি অভিনেতা (ফেরদৌস) ও তৃণমূলের উদ্যোগে পূজায় বাংলাদেশি ক্রিকেটারকে (সাকিব আল হাসান) নিয়ে আসা হয়েছিলো। একা দিলীপই নন, পুরো বিষয়ে সরব গোটা বিজেপি-ই। এর আগেও বিজেপি নাগরিকত্ব আইন বা অনুপ্রবেশ ইস্যুতে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, দলটি পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানাতে চাইছে। বিধানসভা নির্বাচনের প্রচারণাতেও এই কথা বলছে বিজেপির উদ্বাস্তু শাখা।

শাখার রাজ্য আহ্বায়ক মোহিত রায় বৃহস্পতিবার বলেন, ‘এটা মনে রাখতে হবে যে, জয় বাংলা একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের ঘোষণা করা জাতীয় স্লোগান। সেটা এই রাজ্যে ব্যবহার করার লক্ষ্য তোষণ করা। এই স্লোগানের মধ্যে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার কথা।’ রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘মনে রাখতে হবে ,জয় বাংলা শেখ মুজিবুর রহমানের স্লোগান। ১৯৭১ সালের ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রথম বেতার ভাষণে জয় বাংলা স্লোগান ব্যবহার করেছিলেন।’

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ