spot_img

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ১১টায় বল মাঠে গড়াবে। ম্যাচে রাতের শিশির ও কুয়াশার প্রভাব কমাতে আর ব্রডকাস্টারদের চাওয়া পূরণ করতে এই সময়ে খেলা রাখা হয়েছে।

সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়া পুরোনো প্রায় সবাই থাকলেও ম্যাচটি বাংলাদেশের কাছে আসলেই নতুনের আবাহন।

দীর্ঘ ৯ মাসের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বলেই নয়; বাংলাদেশ এদিন যাত্রা শুরু করছে নতুন অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে।

কভিড-১৯ মহামারীর কারণে খেলাধুলা স্থগিত হওয়ার পর বাংলাদেশ বাদে প্রায় সব বড় দল মাঠে ফিরেছে। তাই মুশফিকদের তর আর সইছিল না।

কভিডের শঙ্কা ও ব্যক্তিগত কারণ মিলিয়ে শীর্ষ ১২-১৩ জন ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে অন্তত ৬-৭ জন খেলবেন অভিষেক ম্যাচ। নেতৃত্ব দেবেন যিনি, সেই জেসন মোহাম্মেদ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আড়াই বছর পর। মূল দল থাকলে হয়তো সফরেই আসতে পারতেন না তিনি।

তবে কঠিন এই চ্যালেঞ্জের জন্য টাটকা প্রেরণার উৎস ক্যারিবিয়ানরা পেয়েই গেছে। একগাদা শীর্ষ ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় গিয়ে যেভাবে সিরিজ জিতে ফিরল ভারত, সেটি দেখেই উজ্জীবিত জেসন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন,‘অবশ্যই আমাদের অনেকে প্রথমবার খেলতে নামবে। তবে নিজের ভেতর ও দলের মধ্যে যদি বিশ্বাস থাকে যে জিততে পারি, তাহলে অবশ্যই আমরা অনেক কিছু অর্জন করতে পারি। ভারত-অস্ট্রেলিয়া টেস্টেও সেটি দেখা গেছে। আমাদেরও একই মানসিকতা আছে যে প্রথমদিন ভালো ক্রিকেট খেলব। আশা করি, ফলও আমাদের পক্ষে আসবে।’

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/তাসকিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ