spot_img

ভালো প্রস্তুতির স্বস্তি নিয়ে সিরিজ জয়ে চোখ মাহমুদউল্লাহর

অবশ্যই পরুন

করোনাভাইরাসের কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত ১২ সদস্য। রোমারিও শেফার্ড করোনায় আক্রান্ত হওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে ১৩ তে। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। প্রতিপক্ষ পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি বলে বাংলাদেশ অবশ্য প্রস্তুতিতে ঢিল দিচ্ছে না। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ফূর্তি নিয়ে মাঠে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

গত ১০ জানুয়ারি অনুশীলন শুরু করে বাংলাদেশ। টানা চারদিন অনুশীলনের পর ক্রিকেটারদের ম্যাচ খেলার ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডের প্রাথমিক দলে থাকা ২২ ক্রিকেটার দুই ভাগে ভাগ হয়ে বিকেএসপিতে বৃহস্পতিবার ৪০ ওভারের একটি ম্যাচ খেলেছেন। ১৬ জানুয়ারি আরেকটি ম্যাচ খেলবেন তারা।

সব মিলিয়ে প্রস্তুতিটা ভালোই হচ্ছে বাংলাদেশের। প্রথম অনুশীলন ম্যাচের পর ভালো প্রস্তুতির স্বস্তির কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দৃষ্টি ওয়ানডে সিরিজ জয়ে, ‘প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা বেশ ইতিবাচক এই সিরিজের ব্যাপারে। আমি মনে করি আমরা কিছু ক্রিকেট উপহার দিতে পারব। আমি আশাবাদী যে আমরা সিরিজ জিতব।’

অনুশীলন ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তামিম একাদশ। ম্যাচের একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। রান পেয়েছেন নাঈম শেখ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্তরা। আগুন ঝরানো বোলিং করেছেন হাসান মাহমুদ। ৪টি উইকেট নিয়েছেন তরুণ এই পেসার। আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনরাও ছন্দময় বোলিং করেছেন।

ম্যাচটি দিয়ে ভালো অনুশীলন হয়েছে জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সব মিলিয়ে ভালো, আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে। দুই দলের বোলাররাই ভালো বোলিং করেছে। সম্ভবত শুরুর দিকে উইকেটে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয় ইনিংসে ভালো হয়েছে উইকেট। কিন্তু সর্বোপরি ভালো অনুশীলন হয়েছে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসান এই ম্যাচেও তেমন কিছু করতে পারেননি। বল হাতে উইকেটশূন্য থাকার পর ৯ রান করে রান আউটের শিকার হন তিনি। রান আউট না হলেও সাকিবের ব্যাটে রানের দেখা মিলতে পারতো, মাহমুদউল্লাহ যেন সেটাই বলতে চাইলেন, ‘সাকিবের রান আউটটা দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে। নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের গায়ে লেগে বলটা বোলারের কাছে চলে গেছে। স্বাভাবিক থাকলে হয়তো এটা সহজ রান হতো।’

বাংলাদেশের আসল লড়াই শুরু ২০ জানুয়ারি। এদিন মিরপুরে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-উইন্ডিজ।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ