আগামী ১৩ই জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ১৩তম আসর। লীগের খেলা মাঠে বসে দেখতে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন ১৪ই জানুয়ারি।
গতকাল লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন জেমির সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। তবে প্রিমিয়ার লীগের খেলা দেখার জন্য অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে তাদের।
কারণ, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যে কারো জন্যই ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক। গত ৪ঠা ডিসেম্বর কাতারের দোহায় স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে সেখান থেকেই ছুটি কাটাতে দেশে যান জেমি ডে। সহকারী কোচ স্টুয়ার্টকে নিয়েই আসতেন জেমি ডে। কিন্তু নতুন পাসপোর্ট তৈরিতে সময় লাগায় এক সপ্তাহ পর আসবেন প্রধান কোচ।
ঢাকায় ফিরেই এদের থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। সেক্ষেত্রে লীগের দ্বিতীয় রাউন্ড থেকে খেলা দেখার সুযোগ পাবেন সহকারী কোচ ওয়াটকিস। আর প্রধান কোচ জেমি ডে’কে খেলা দেখতে অপেক্ষা করতে হবে তৃতীয় রাউন্ড পর্যন্ত। লন্ডন থেকে জেমি ডে বলেন, ‘সম্ভবত ১৩ জানুয়ারি আমি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবো। আমাকে ঢাকা গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
এর আগেরবারও আমি অনেকদিন কোয়ারেন্টিনে থেকেছি।’ লীগের প্রথম তিন রাউন্ড মিস করা প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘আমি যদি ১৩ই জানুয়ারি রওয়ানা হই, তাহলে ২৭শে জানুয়ারি হোটেল থেকে ছাড়া পাবো। এ সময়টায় আমি টেলিভিশনে লীগের ম্যাচগুলো দেখতে পারবো।’ বিষয়টি নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, লন্ডন থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকাটা বাধ্যতামূলক। জেমি ডে ও স্টুয়ার্টকেও সরকারের এই নিয়ম মেনেই চলতে হবে।