spot_img

বাংলাদেশে না আসার কারণ জানালেন পুরান

অবশ্যই পরুন

করোনা সঙ্কট কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ দিয়ে আবারও বাইশ গজে ফিরবে তামিম-মুশফিকরা। তবে এ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকা ক্রিকেটারই আসছেন না। না আসার সে তালিকায় রয়েছেন উইন্ডিজ তারকা নিকোলাস পুরান।

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে মোট ১২ ক্যারিবীয় ক্রিকেটার আসতে আপত্তি জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান বাংলাদেশ সফরে আসতে আপত্তি জানানোর কারণ সামনে এনেছেন।

ওই সাক্ষাৎকারে পুরান বলেন, এটা মোটেও ক্রিকেট থেকে দূরে থাকা বা একটা বিরতি চাওয়া নয়। একজন খেলোয়াড় হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম না। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হালকা সংশয় ছিল। কারণ অন্য খেলোয়াড়রা যাচ্ছে না। আমার মনে হয়েছে আমার ঝুঁকি নেওয়া উচিত হবে না এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও খেলোয়াড়দেরকে সেই বেনেফিট অব ডাউটটা দিয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ