spot_img

নিজেকে দক্ষ করে বিদেশ যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

নিজেকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৬ জানুয়ারি) গণভবন থেকে ভার্চ্যুয়ালি অভিবাসী দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, নিজেকে দক্ষ করে বিদেশে গেলে সাফল্য আসবে। প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যেই এসব কাজ শেষ হবে।

তিনি বলেন, অন্ধের মতো বিদেশে ছুটলেই দালালের খপ্পরে পড়তে হয়। জেনে শুনে বুঝে ছুটলে কখনো বিপদে পড়তে হয় না। তাই সবাইকে জেনে বুঝ ছুটতে হবে।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ