spot_img

করোনা বিধি ভাঙায় প্রেমিকসহ গ্রেপ্তার ব্রিটিশ তারকা

অবশ্যই পরুন

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ ভাঙায় প্রেমিকসহ সাবেক মিস গ্রেট ব্রিটেন জারা হল্যান্ডকে গ্রেপ্তার করেছে বারবাডোজ কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটিতে বেড়াতে গিয়েছিলেন জারা ও তার প্রেমিক এলিয়ট।

যদিও বিমানবন্দরেই তাদের আটকে দেওয়া হয়। কারণ, প্রেমিক এলিয়টের করোনা পরীক্ষায় পজিটিভ আসে। ফলে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ আসে তাদের।

এ পরিস্থিতিতে জারা ও এলিয়েট পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ধরা পড়েন বারবাডোজ কর্তৃপক্ষের কাছে।

করোনা বিধিনিষেধ ভাঙার জন্য এ যুগলকে ১৮ হাজার পাউন্ড জরিমানা বা জেল হতে পারে।

প্রেমিকসহ লাভ আইল্যান্ড সিরিজের এ অভিনেত্রীকে জেলে পাঠাতে পিটিশন দায়ের করেছেন ক্যারিবীয় দ্বীপটির এক পর্যটক।

ব্রিটন জ্যামস ম্যাকলিন নামে ওই পর্যটক বলেন, ‘স্থানীয়ভাবে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের কঠোর পরিশ্রমকে খাটো করেছেন তারা। তারা এখানকার মানুষকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের স্বার্থপর ও কাপুরুষোচিত কাজের জন্য যদি একজন ব্যক্তিও মারা যান, তাহলে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা উচিত।’

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ