হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি লাইফ সাপোর্টে চলে গেছে বলে মন্তব্য করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে এরশাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বিদিশা এরশাদ। জাতীয় পার্টির দূর্গ হিসেবে খ্যাত রংপুরে দায়সারাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করায় ক্ষোভও জানান তিনি।
তিনি আরও বলেন,’নতুন প্রজন্মকে নিয়ে নুতন করে সুসংগঠিত করতে হবে। সেই লক্ষ্যে আমি সারা বাংলাদেশে ছুটবো। আমি কাজ করবো।’
জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বর্তমান ও সাবেক নেতাদের সমন্বয়ে এরিককে সঙ্গে নিয়ে সারা দেশ সফর করার কথা জানিয়েছেন বিদিশা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ। তবে, স্থানীয় কোনও নেতাকে তার সঙ্গে দেখা যায়নি।