সন্তানরা কেহই খোঁজ রাখে না ভাল ব্যবহার করে না তাই তাদের কাউকে সম্পত্তি না দিয়ে নিজের পোষা কুকুর এবং দ্বিতীয় স্ত্রীকে সব সম্পত্তি দিয়ে দিলেন ভারতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা। এই সম্পদের মধ্যে রয়েছে ২১ একর জমিও।
পেশায় কৃষক সেই ব্যক্তির এমন কীর্তি সম্প্রতি সামনে এসেছে। যা জানতে পেরে রীতিমতো অবাক স্থানীয়রাই।
জানা যায়, মধ্যপ্রদেশের ছিন্দাওয়াড়া জেলার চৌরায়ি মহকুমার বাদিওয়াড়া গ্রামে। ঐ গ্রামের বাসিন্দা ওমনারায়ণ বর্মা পেশায় কৃষক। দুটি বিয়ে করেছেন তিনি। তার প্রথম স্ত্রীর পক্ষে তিন কন্যা এবং এক ছেলে অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে রয়েছে দুই কন্যা।
এছাড়া তার রয়েছে ১১ মাসের একটি পোষা কুকুর। যার নাম জ্যাকি। সম্প্রতি নিজের শেষ উইলটি করেন সেই ব্যক্তি। তাতেই তিনি নিজের সমস্ত সম্পত্তি দ্বিতীয় স্ত্রী চম্পা বাঈ এবং কুকুর জ্যাকির নামে লিখে দেন। তিনি বলেন,তার মৃত্যুর পর অর্ধেক সম্পত্তি স্ত্রী চম্পা বাঈ পাবে। বাকি অর্ধেক জ্যাকির। যিনি জ্যাকির দেখভাল করবেন, তিনিই সেই বাকি সম্পত্তি পাবেন। সেই সম্পত্তি জ্যাকির মৃত্যুর পর তিনিই পাবেন।
তার এমন সিদ্ধান্ত নিলেন বিষয়ে ওমনারায়ণ জানান, সন্তানেরা কেউই তার খোঁজখবর রাখেনা। তার দ্বিতীয় স্ত্রী এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে। তাছাড়া তার মৃত্যুর পর জ্যাকির দেখভালও কেউই করত না। তাই এই সমস্ত কিছুই ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে গ্রামের পঞ্চায়েত প্রধান জানান, ‘ছেলেমেয়েদের সঙ্গে সেই ব্যক্তির ঝামেলা চলছিল। তাই হঠকারিতায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই ব্যক্তির সঙ্গে কথাও বলেছি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের অনেকেই অবাকও হয়েছেন।