spot_img

শীর্ষ তালেবান নেতাদের বেতন কত?

অবশ্যই পরুন

তালেবানের অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা ২,২৮, ৭৫০ আফগানি বা ২০৪০০০ টাকা বেতন পান। তিনিই এই মুহুর্তে দেশটির সর্বোচ্চ বেতনভোগী ব্যক্তি বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বিদ্যমান অত্থনৈতিক সঙ্কটে উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতন কমানো উচিত বলে মনে করেন আফগান অর্থনীতিবিদরা। তাদের দাবি, কর্মচারীদের মান ও দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা উচিত। খবর টোলো নিউজের।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় দেশটির শীর্ষ নির্বাহীদের বেতন কাঠামোসংক্রান্ত এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রীর বেতন ১,৯৮,২৫০ আফগানি, মন্ত্রীদের বেতন ১২৫০০০ আফগানি বা ১,৭৬,৮০০ টাকা, প্রাদেশিক গভর্নরদের বেতন ৯১,৫০০ আফগানি বা ৮৬,৯৬০ টাকা।

এছাড়া, প্রথম শ্রেণির কর্মকর্তাদের বেতন ২৫,২০০ থেকে ৩০,৫০০ আফগানি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বেতন ১৬,৬০০ আফগানি থেকে ২৬০০ আফগানি বলে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বিদ্যমান অর্থনৈতিক সঙ্কটের কারণে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বেতন কমানো হচ্ছে।

দেশটির অর্থ মন্ত্রলাণয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল জানিয়েছেন, সাবেক ক্ষমতাচ্যূত সরকারের বেতন কাঠামো ছিল অন্যায্য এবং অসামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন বিভাগের কর্মীরা ভিন্ন ভিন্ন স্কেলে বেতন পেয়েছেন। এ কারণেরই বেতন কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। তবে যারা শিক্ষা বিভাগের কাজ করেন তাদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (১৭ জানুয়ারি ২০২২)

আজ সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ ইংরেজি, ০৩ মাঘ ১৪২৮ বাংলা, ১৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি- জোহর...

এই বিভাগের অন্যান্য সংবাদ