spot_img

‘শিগগিরই বাগদান সারব’, ক্যাটরিনার সঙ্গে প্রেমের গুজব প্রসঙ্গে ভিকি!

অবশ্যই পরুন

নতুন ছবি ‘সর্দার উধাম’ মুক্তির পর থেকে একের পর এক গুজব রটছে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে নিয়ে। যদিও সেইসব গুজবকে তুড়ি মেরে উড়িয়ে সেগুলোকে উলটো উপভোগ করছেন অভিনেতা।

সেকথা অবশ্য তিনি নিজেই জানিয়েছেন। অভিনেতা এখন তার বাগদানের গুজব সম্পর্কেও মুখ খুলেছেন। তার ছবি প্রচারের মধ্যেই এই খবর চাউর হয়েছিল।

সপ্তাহ খানেক আগে গুজব রটেছিল, ভিকি তার ‘কথিত’ প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে নাকি বাগদান সেরে ফেলেছেন। যদিও সেটাকে সম্প্রতি গুজব বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

সদ্য ভারতের এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে  অভিনেতা জানিয়েছেন, ‘আপনাদের বন্ধুদের মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছিল! আমি খুব তাড়াতাড়ি বাগদান সারব, যখন সঠিক সময় আসবে। সেটারও অবশ্য সময় আসতে দিতে হবে।’

বেশ কিছু সময় ধরে ভিকি ও ক্যাটরিনার প্রেম রয়েছে আলোচনায়। ‘মাসান’ অভিনেতা মাঝে মধ্যে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যান। অভিনেত্রীও শুক্রবার ‘সর্দার উধামে’র স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করা উচিৎ?

স্ত্রী জীবনের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। সুখ-দুঃখের সঙ্গী। পুণ্যবতী স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। রাসুল (সা.) বলেছেন, ‘সমগ্র পৃথিবী মানুষের ভোগ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ