spot_img

যুক্তরাষ্ট্রে ৬৫ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন

অবশ্যই পরুন

 করোনাভাইরাস মহামারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৫ বছর উর্ধ্বে এবং উচ্চঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ) এ অনুমোদন দিয়েছে।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এফডিএ’র উপদেষ্টা প্যানেল শুক্রবার মার্কিনিদের গণহারে বুস্টার ডোজ দেয়ার বিষয়টি প্রত্যাখান করেছে।

জানা গেছে, ফাইজার-বায়োএনটেক গণহারে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন পাওয়ার আবেদন করেছিল। তবে এফডিএ’র অধিকাংশ বিশেষজ্ঞ মত দিয়েছেন- শুধু বয়স্ক ও যারা উচ্চঝুঁকিতে রয়েছেন, কেবল তাদের বুস্টার ডোজ দেয়া যাবে।

হোয়াইট হাউসের প্রেসসচিব জানিয়েছেন, আগ্রহীদের এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে মুখর রোম

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে মুখর ইতালির রাজধানী রোম। শনিবার (১৬ অক্টোবর) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ছিল এ আয়োজন। ‘নেভার এগেইন ফ্যাসিসম’...

এই বিভাগের অন্যান্য সংবাদ