spot_img

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মারাত্মক ভুল সিদ্ধান্ত : নাফতালি বেনেট

অবশ্যই পরুন

গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দেশটির কান নিউজকে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।

এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথেও কোনো আলোচনা চান না।

এর কারণ হিসেবে তিনি বলেছেন, মাহমুদ আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষ হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে ইসরাইলের সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে মামলা করেছে।

এছাড়া ইসরাইলের সাথে যুদ্ধে মৃত ও আটক ফিলিস্তিনিদের আত্মীয়-স্বজনদের অর্থ সহায়তা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ইসরাইলের দৈনিক পত্রিকা ইয়েদিওথ অহরনোথকে দেয়া সাক্ষাৎকারে তিনি যুক্তি দিয়ে বলেন, একসময় পুরো জেরুসালেমই ছিল ইসরাইলের রাজধানী।

যদিও ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু, ফিলিস্তিনিদের এ দাবিকে ইসরাইলি প্রশাসন প্রত্যাখ্যান করেছে। ইসরাইলি কর্তৃপক্ষ পুরো জেরুসালেম শহরকেই তাদের রাজধানী দাবি করে থাকে।

সূত্র : ইয়েনি শাফাক

সর্বশেষ সংবাদ

ইনজুরিতে পড়েছেন মেসি

লিগ ওয়ানের সবশেষ ম্যাচে লিওঁর বিপক্ষে লিওনেল মেসিকে ৭৬ মিনিটে মাঠ থেকে তুলে নেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মাউরিসিও...

এই বিভাগের অন্যান্য সংবাদ