spot_img

‘আফ্রিকার মাত্র সাড়ে ৩ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন’

অবশ্যই পরুন

আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র সাড়ে ৩ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন। যেখানে লক্ষ্য ছিল মহাদেশটির ৬০ শতাংশ মানুষকে টিকা দেয়া।

মঙ্গলবার আফ্রিকা সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জন এনকেঙ্গাসন এ তথ্য জানিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৮ কোটির বেশি করোনা টিকার ডোজ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ডোজ দেয়া হয়েছে বলে জানায় সিডিসি। ২২শে নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের অধিকাংশ সরকারি কর্মকর্তা যেন টিকা নেয় তা নিশ্চিতে বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন।

২০২২ সালের মধ্যে সব দেশের অন্তত ৭০ শতাশ নাগরিককে করোনা টিকা দিতে বিশ্বনেতাদের প্রতি চাপ প্রয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে করোনা নিয়ে রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।

সর্বশেষ সংবাদ

ইনজুরিতে পড়েছেন মেসি

লিগ ওয়ানের সবশেষ ম্যাচে লিওঁর বিপক্ষে লিওনেল মেসিকে ৭৬ মিনিটে মাঠ থেকে তুলে নেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মাউরিসিও...

এই বিভাগের অন্যান্য সংবাদ