spot_img

সেপ্টেম্বরে আসছে ভেনম-২

অবশ্যই পরুন

২০১৮ সালে মুক্তি পেয়েছিলো মার্ভেল কমিকসের ‘ভেনম’। এ বছর মুক্তি পাবে ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’। সোমবার (২ আগস্ট) প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় অফিশিয়াল ট্রেলার। শুধুমাত্র থিয়েটারেই মুক্তি পাবে সিনেমাটি।

‘ভেনম ২’ সিনেমায় দেখা যাবে, এডি ব্রক (টম হার্ডি) এবং ভেনম এক সঙ্গেই বসবাস করছে। এডির সঙ্গে মোকাবিলা হবে সিরিয়াল কিলার ক্লেটাস ক্যাসাডির। তার সঙ্গে এডির একটি চুক্তি হয়। বিশেষ ক্ষমতা পাওয়ার পরে ক্লেটাস রূপান্তরিত হয় কারনেজে। কারনেজ ছাড়াও ছবিতে দ্বিতীয় ভিলেনের ভূমিকায় থাকবে ফ্রান্সেস ব্যারিসন। যার সঙ্গে যুদ্ধে নামতে হবে ভেনম এবং এডিকে।

ভেনমের প্রথম পার্টের পোস্ট ক্রেডিটে এই ছবির সামান্য ঝলক দেখানো হয়েছিল। শুটিংও শেষ হয়ে গিয়েছিল। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এতদিন অপেক্ষা করতে হয়েছে। ‘ভেনম’ সিনেমার এ সিকুয়্যালটির মুক্তি ২৫ জুন থেকে পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু সেটিও এক সপ্তাহ পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারিত হয়েছে।

অ্যান্ডি সের্কিসের পরিচালনায় সিনেমাটিতে টম হার্ডি ছাড়া আরও অভিনয় করেছেন উডি হ্যারেলসন, অ্যান ওয়েং চরিত্রে মিশেল উইলিয়ামস, ড্যান লুইস চরিত্রে রিড স্কট ও শ্রেক চরিত্রে নায়মি হ্যারিস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কেলি মার্সেল। টম হার্ডি এ সিনেমার গল্প রচয়িতা ও প্রযোজকদের মধ্যেও একজন।

সর্বশেষ সংবাদ

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না : হাছান মাহমুদ

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ