spot_img

সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক মাহমুদউল্লাহ

অবশ্যই পরুন

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আজ দুপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন সাকিব আল হাসান। এরআগে অবশ্য এ তারকা টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে বোলিং ও ব্যাটিংয়ের ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। এমন সময় সাকিবকে দলে পাওয়ায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও দারুণ খুশি।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ দুপুর ১২.৩০ মিনিটে খেলবে বাংলাদেশ। তার আগে সাংবাদিকদের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি খুবই খুশি দলটা নিয়ে। সাকিব ফিরেছে। সে ব্যাটে-বলে খুবই ভালো করছে।’

সাকিবকে পেলেও মাহমুদউল্লাহ পাচ্ছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। চোটের কারণে তামিমের আজই জিম্বাবুয়ে থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা। সঙ্গে টেস্ট ও ওয়ানডে দলে থাকা মেহেদী হাসান মিরাজও ফিরবেন। আর মা–বাবার করোনার কারণে মুশফিক আগেই ফিরেছেন দেশে। তবে অভিজ্ঞদের না থাকা তরুণদের জন্য বড় সুযোগ মনে করেন মাহমুদউল্লাহ, ‘আমরা অবশ্যই তামিম ও মুশফিককে মিস করব। দুজনই আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরও আমি বলব, এটা বাকিদের জন্য সুযোগ বাংলাদেশকে জেতানোর।’

দলে যেসব তরুণ ক্রিকেটার রয়েছেন তাদের জন্য জিম্বাবুয়ে সফর বড় পরীক্ষা। যা দেখতে চান রিয়াদও, ‘দলে আরও কয়েকজন নতুন প্রতিভাবান ক্রিকেটার দলে এসেছে। ওদের ফিল্ডিং সামর্থ্য অনেক ভালো। সব মিলিয়ে সবই ভালো। সব সংস্করণেই শুরুটা গুরুত্বপূর্ণ। কাল যেন সেই শুরুটা ভালো করতে পারি এই আশা থাকবে।’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর মধ্যে বাংলাদেশকে দলের আদর্শ সমন্বয় খুঁজে বের করতে হবে। তবে মাহমুদউল্লাহ এখনও ওত দূর তাকাচ্ছে না। তার চিন্তায় আপাতত দুই ম্যাচ, ‘বিশ্বকাপের আগে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আমাদের ১৬টা ম্যাচ খেলার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের বর্তমানে থাকাটা গুরুত্বপূর্ণ। অবশ্যই বাকি সিরিজগুলো আমাদের নজরে রাখতে হবে। তবে এই মুহূর্তে কালকের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’

সর্বশেষ সংবাদ

করপোরেট প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হলেন নিরব

সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় মডেল-অভিনেতা নিরব। এরই মাঝে করপোরেট মার্কেটপ্লেস প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ