spot_img

সর্বোচ্চ ‘সিরিজ সেরা’র তালিকায় তিনে সাকিব

অবশ্যই পরুন

একের পর এক  রেকর্ড গড়েই চলছেন সাকিব আল হাসান।  তিনি যে ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। পৌঁছে যাচ্ছেন ক্রিকেট মহীরুহদের অনন্য উচ্চতায়। চলমান জিম্বাবুয়ে সিরিজেই গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সিরিজ সেরার পুরস্কার জয়ের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

পুরুষ  ক্রিকেটে এখন পর্যন্ত  ১৫ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশি পোস্টার বয়। এ তালিকায় শীর্ষে আছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। তিনি সর্বোচ্চ ১৯ বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি জিতেছেন ১৭ বার। এ তালিকায় সাকিবের পরেই অবস্থান করছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস। তিনি ১৪ বার এ পুরস্কার জয় করেছেন। শীর্ষ পাঁচে থাকা অন্যজন হলেন শ্রীলঙ্কান লিজেন্ড সনত জয়সুরিয়া।

ইতোমধ্যে টেন্ডুলকার,  ক্যালিস ও  জয়সুরিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে সাকিবের সামনে সুযোগ রয়েছে তালিকায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার।

সর্বশেষ সংবাদ

জন্মদিনে ছেত্রীকে ভাই বলে শুভেচ্ছা জামালের

দু’জনে দুই জাতীয় দলের অধিনায়ক। শেষ দুই বছরে মুখোমুখি হয়েছেন মাঠেও। তবে মাঠের বাইরে সম্পর্কটা নেহায়েতই ভ্রাতৃত্বের, তার প্রমাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ