spot_img

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৮

অবশ্যই পরুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আজ শুক্রবার (১১ জুন) সকালে প্রদেশের খুজদার জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতির সাথে মোড় নেয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। খবর সিনহুয়া।

খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদার যাচ্ছিল। বেলুচিস্তানের খুজদার জেলার খোরি নামক স্থানে মোড় নেয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ৩০ জন গুরুতর আহত হন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের লাশ খুজদারের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (৭ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৬৫ জন নিহত হয়। সূত্র : সিনহুয়া

সর্বশেষ সংবাদ

মসজিদে নববীর সেই শতবর্সী কোরআনপ্রেমীর ইন্তেকাল

সুদূর ইমাম বোখারির দেশ থেকে তিনি এসেছিলেন সবুজ গম্বুজের টানে। প্রিয় নবীজির ভালোবাসায়, মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে আতহারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ

Powered by Live Score & Live Score App