spot_img

আঘাত হানার আগেই উড়িষ্যায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব শুরু (ভিডিও)

অবশ্যই পরুন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখন ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়ে উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ১০ টা থেকে ১১টার  মধ্যে ‘ইয়াস’ উড়িষ্যা রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে। সেই সঙ্গে পূর্ণিমার কারণে উপকূলের নিম্নাঞ্চলগুলো স্বাভাবিকের চেয়ে তিন থেকে ছয় ফিট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্য, জিনিউজ ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পরই উড়িষ্যার ধামড়া পোর্টে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস।

সেখানকার স্থানীয় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে ধামড়া থেকে ৪৫ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস। পূর্ব মেদেনিপুরের দিঘা থেকে দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার।

আঘাত হানার সময় গতিবেগ ১৩০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

সর্বশেষ সংবাদ

ঘরের মাঠে ধবলধোলাই ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই! স্বপ্নের মতোই বটে। তাও আবার আভিজাত্যের টেস্ট ফরম্যাটে। তবে বিস্ময়কর এই কাণ্ডই ঘটে গেল ওয়াংখেড়েতে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ