spot_img

অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে সুপার লিগ শীর্ষে বাংলাদেশ

অবশ্যই পরুন

বাংলাদেশ সহজ জয়ের দিকেই যাচ্ছিল। কিন্তু বৃষ্টি বাগড়া দিলে ফলাফল নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস নিয়মে। আর তাতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে। এই প্রথমবার শ্রীলঙ্কাকে দ্বি-পক্ষীয় ওয়ান ডে সিরিজে পরাজিত করেন তামিমরা।

তবে শুধু সিরিজ জয় নিশ্চিত করাই নয়, এই জয়ের সুবাদে বাংলাদেশ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে একলাফে শীর্ষে উঠে আসে। তারা পিছনে ফেলে দেয় ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে।

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ের সুবাদে ১০ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। ৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিতে তারা অবস্থান করছিল চার নম্বরে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ থেকে আরো ১০ পয়েন্ট সংগ্রহ করার ফলেই এক নম্বরের সিংহাসন দখল করেন তামিমরা।

৮ ম্যাচে ৫টি জয়সহ বাংলাদেশের সংগ্রহে রয়েছে ৫০ পয়েন্ট। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার খাতায় রয়েছে ৪০ পয়েন্ট করে। নেট রান-রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে।

নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পকেটে রয়েছে ৩০ পয়েন্ট করে। রান-রেটের হেরফেরের জন্য তারা রয়েছে ক্রমতালিকার পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে। ভারত ৬ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে অবস্থান করছে।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের ধাঁচেই আইসিসি শুরু করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। তফাৎ হলো, টেস্ট চ্যাম্পিয়নশিপকে টেস্টের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর নতুন এই সুপার লিগ স্থির করবে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে কারা সরাসরি যোগ্যতা অর্জন করবে। আয়োজক দেশ হওয়ায় ভারতের কাছে অবশ্য সুপার লিগের পয়েন্ট তালিকা বিশেষ গুরুত্ব পাবে না।

সর্বশেষ সংবাদ

ঘরের মাঠে ধবলধোলাই ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই! স্বপ্নের মতোই বটে। তাও আবার আভিজাত্যের টেস্ট ফরম্যাটে। তবে বিস্ময়কর এই কাণ্ডই ঘটে গেল ওয়াংখেড়েতে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ