spot_img

সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই সংসদ ভবনে বাজেট অধিবেশন

অবশ্যই পরুন

করোনাভাইরাস (কোভিড-১৯ ) জনিত কারণে এবারের বাজেট অধিবেশনও সাংবাদিকরা সংসদ ভবনে গিয়ে কাভার করতে পারবেন না।

আগামী ২ জুন (বুধবার) বিকেল ৫টায় সংসদের এ অধিবেশন শুরু হবে।এর পর দিন ৩ জুন বাজেট পেস করা হবে।

মঙ্গলবার (২৫ মে) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক করোনা ভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এ সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই সংসদ ভবনস্থ সুভিনির কক্ষ (টানেলের অভ্যন্তরে পূর্ব পাশে) থেকে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডকুমেন্টস’ বিতরণ করা হবে। অ্যাক্রিডিটেশন কার্ড দেখিয়ে সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস নেওয়া যাবে।

ডকুমেন্টস নিতে প্রত্যেক গণমাধ্যম থেকে একজনের বেশি সদস্য না পাঠানোর জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

সর্বশেষ সংবাদ

ঘরের মাঠে ধবলধোলাই ভারত, ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই! স্বপ্নের মতোই বটে। তাও আবার আভিজাত্যের টেস্ট ফরম্যাটে। তবে বিস্ময়কর এই কাণ্ডই ঘটে গেল ওয়াংখেড়েতে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ