spot_img

পিএসএল থেকে ছিটকে গেলেন আফ্রিদি

অবশ্যই পরুন

বয়স ৪১ হয়ে গেলেও এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেটটা ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন শহিদ আফ্রিদি। মাঠ মাতাচ্ছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো টুর্নামেন্টেও। আবুধাবিতে এবারের পিএসএলের বাকি অংশেও খেলার কথা ছিল তার। কিন্তু ইনজুরিতে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।

মুলতান সুলতানের হয়ে এবারের পিএসএলে খেলার কথা ছিল তার। কিন্তু করাচিতে অনুশীলনের সময় চোট পান তিনি। পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করায় এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার।

সোমবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফ্রিদির না খেলার বিষয়টি নিশ্চিত করে পিএসএল কতৃপক্ষ। তাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের তরফ থেকে। শহিদ আফ্রিদির জায়গায় মুলতান দলে নিয়েছে ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদিকে।

নিজের ইনজুরি নিয়ে আফ্রিদি বলেন, ‘পিএসএলের বাকি অংশের জন্য অনুশীলন করার সময় চোট পেয়েছি। পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব করায় ডাক্তারের কাছে যাই। দুর্ভাগ্যজনক আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং পিএসএলের বাকি অংশে দলের সঙ্গে আমার থাকা হচ্ছে না।’

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ