spot_img

করোনায় মৃতের সংখ্যা এর চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অবশ্যই পরুন

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু শুক্রবার (২১ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা এর চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি। অর্থাৎ সেই সংখ্যাটা ৮ মিলিয়ন তথা ৮০ লাখও হতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ পরিসংখ্যান বিজ্ঞানী সামিরা আসমা এ বিষয়ে বলেন, ‘আমরা জানি করোনায় এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩.৪ মিলিয়ন তথা ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এটাই অফিসিয়াল তথ্য। কিন্তু করোনায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি। সেটা ৬ থেকে ৮ মিলিয়ন (৬০ থেকে ৮০ লাখ) হতে পারে। সুতরাং আমি বিশ্বের দেশগুলোকে অনুরোধ করবো আপনারা যথাযথভাবে হিসাব রাখুন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে সর্বোচ্চ ৬ লাখ ২৭ হাজার ৯৬ জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটিতে ২ কোটি ৬২ লাখ ৬৩ হাজার জন আক্রান্ত হয়েছে। মারা গেছে তৃতীয় সর্বোচ্চ ২ লাখ ৯৫ হাজার ৪৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার জন। মারা গেছে দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৯৫ হাজার ৪৭ জন।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ